মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা।
অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজী, উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, সমাজসেবা কর্মকর্তা সমীর সাহা, মৎস্য কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ , উপজেলা সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার , শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, আরডিও কর্মকর্তা ও তথ্য আপা।
এছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা সম্ভব। দুর্যোগের সময় দ্রুত প্রতিক্রিয়া ও প্রস্তুতিমূলক কর্মকাণ্ডই ক্ষয়ক্ষতি কমানোর প্রধান উপায়।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সদস্যদের তত্ত্বাবধানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করা হয়। এতে শিক্ষার্থী ও উপস্থিত দর্শনার্থীরা আগ্রহভরে অংশগ্রহণ করেন।
–