নিজস্ব প্রতিবেদক।।
সাহসিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া।২০২৫ সালের ৩ জুন রাতে এক ঝুঁকিপূর্ণ অভিযানে তিনি সঙ্গীয় ফোর্সসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেন, যাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন।ওইদিন রাত ১০টা ৩৫ মিনিটে টমছমব্রিজ এলাকায় সন্দেহভাজন যাত্রীদের তল্লাশির সময় একটি সিএনজি অটোরিকশা থামানোর সংকেত দিলে, তাতে থাকা এক দুষ্কৃতিকারী পুলিশকে লক্ষ্য করে অস্ত্র তাক করে। এসআই খাজু মিয়া তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। সংঘর্ষে আহত হলেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সফল করেন।গ্রেফতারকৃতরা হলেন -মোঃ খাইরুল হাসান (৩০): ৪০টি মামলার আসামি, বিদেশি পিস্তলসহ আটক।মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮): ১৬টি মামলার আসামি।মোঃ সোহাগ মোল্লা (৩৫): ১৪টি মামলার আসামি।পুলিশ জানায়, তারা ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল।এই অভিযানে নেতৃত্ব ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়াকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত করেছে।কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এসআই খাজু মিয়াকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।