October 14, 2025, 10:40 pm
সর্বশেষ:
দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার

দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন

বিপ্লব সিকদার।। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ (১৪ অক্টোবর ২০২৫ খ্রি.) সারাদেশে তিনটি পৃথক অভিযানে নেমে সরকারি স্বাস্থ্যসেবা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং খাদ্যগুদাম পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন করেছে।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আগত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা প্রদান না করে দালালদের মাধ্যমে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে টিম অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে, সেবাপ্রার্থীদের বক্তব্য গ্রহণ করে এবং ছদ্মবেশে সরেজমিন পর্যবেক্ষণ চালায়। অভিযান চলাকালে দালালচক্রের ব্যাপক দৌরাত্ম্য লক্ষ্য করা যায়। এ সময় সাতজন দালালকে হাতেনাতে আটক করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট সোপর্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পার্শ্ববর্তী কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে দেখা যায়, অধিকাংশই লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছে এবং দালালদের মাধ্যমে রোগী সংগ্রহসহ নানা অনিয়ম চলছে। পরিদর্শনের সময় কয়েকটি প্রতিষ্ঠানের মালিক কার্যক্রম বন্ধ করে পালিয়ে যায়। সরেজমিন পর্যবেক্ষণ, সেবাগ্রহীতাদের বক্তব্য এবং রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অপরদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাজউক কার্যালয়ে সরেজমিনে অভিযোগ-সংশ্লিষ্ট রেকর্ডপত্র, যেমন প্লট বরাদ্দের আবেদনপত্র, এমআইএস তথ্য, ব্যাংক স্টেটমেন্টসহ অন্যান্য নথিপত্র সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্যাদি বিস্তারিতভাবে পর্যালোচনাপূর্বক টিম কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া, যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদ ও চালের পরিমাণ গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম গুদাম কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মিলারদের কাছ থেকে এবং কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই করে। সরেজমিনে গুদামের বিভিন্ন খামালে চালের প্রকৃত মজুদ পরিমাণ যাচাই করার সময় নমুনা হিসেবে দশটি বস্তা পরীক্ষা করে দেখা যায়, উক্ত বস্তাগুলোর চাল নিম্নমানের। এছাড়া ২০২৫ বোরো মৌসুমে যেসব কৃষকদের মাধ্যমে ধান সংগ্রহ করা হয়েছে, তাদের তালিকা গুদাম কর্মকর্তা এনফোর্সমেন্ট টিমের নিকট উপস্থাপন করতে পারেননি। প্রাপ্ত তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানের মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশন দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা