October 15, 2025, 4:28 pm
সর্বশেষ:
মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ

মেঘনা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের জলার পার ও জলার পার নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে ভোট গ্রহণের সুবিধার্থে নতুন দুটি বুথের জন্য একটি টিনের ঘর নির্মাণ করেছে ।

সরকারের ফেসিলিটিজ বিভাগের নিয়ম অনুযায়ী জলার পার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে সাধারণ গ্রামবাসী নিজস্ব অর্থায়নে বিদ্যালয় ভবনের পাশে ২৪ ফুট দৈর্ঘ্যের একটি সুসজ্জিত টিনের ঘর নির্মাণ করেন। কক্ষে ছয়টি জানালা ও দুটি দরজা রাখা হয়েছে, যাতে আলো ও বাতাস চলাচল সহজ হয়।

স্থানীয়রা জানান, বর্তমান ভবনের তিনটি পাঠদান কক্ষ ও একটি অফিস কক্ষে ভোট গ্রহণের ব্যবস্থার পাশাপাশি নতুনভাবে নির্মিত দুটি কক্ষ যুক্ত হলে ২৪৮৯ জন ভোটার আরও সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন।

গ্রামবাসীর আশা—ভোটকেন্দ্রে বুথ বৃদ্ধির এই উদ্যোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আনুষ্ঠানিক অনুমোদন দেবেন, যাতে আসন্ন নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা