• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

এইচএসসির উদ্বেগজনক ফলাফলের জন্য ফ্যাসিস্ট সরকারের ব্যর্থ শিক্ষানীতিই দায়ী : ড.খন্দকার মারুফ হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ডেস্ক রিপোর্ট :

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেছে। ৫ লাখের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থ ও দুর্বল শিক্ষা নীতি।”

ড. মারুফ হোসেন বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থায় চলে আসছিল অনিয়ন্ত্রিত নকল, নমনীয় খাতা মূল্যায়ন এবং পাশের হার বাড়ানোর কৃত্রিম প্রতিযোগিতা। এসবের ফলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জনের পরিবর্তে শুধু সার্টিফিকেট পাওয়াকেই লক্ষ্য বানিয়ে ফেলেছিল।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “এই সরকার নকলমুক্ত পরীক্ষা ও কঠোর খাতা মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাকে মূল্যায়নের চেষ্টা করেছে। তাই অনেক শিক্ষার্থী ব্যর্থ হয়েছে, কিন্তু এটিই বাস্তবতা—নকল ও নমনীয়তায় ফুলে-ফেঁপে ওঠা ফলাফল কখনো প্রকৃত শিক্ষার মানের প্রতিফলন নয়।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচিত সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এখন সময় এসেছে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর, যেখানে মেধা, সৃজনশীলতা ও নৈতিকতার বিকাশে গুরুত্ব দেওয়া হবে। নকল যেন আর কখনও এই দেশের শিক্ষা ব্যবস্থায় জায়গা না পায়, সেটি নিশ্চিত করতে হবে সর্বোচ্চ কঠোরতায়।”

ড. মারুফ হোসেন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড – এই কথাকে বাস্তব রূপ দিতে হলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একটি আধুনিক, বৈজ্ঞানিক ও মূল্যভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন