নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার বিকেল তিনটার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে নদীতে কচুরিপানার ভেতর ভাসমান লাশ দেখে তারা কুমিল্লার চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌ–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল হক বলেন, উদ্ধার করা লাশের গলায় রশি বাঁধা ছিল এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪–৫ দিন আগে যুবককে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার জানান, ঘটনাস্থল চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির নিকটবর্তী হওয়ায় খবর পাওয়ার পরই তারা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে।
নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।