স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কার্যক্রমের গতি বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই। রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচন ঘনিয়ে এলে সভা-সমাবেশ ও মিছিল স্বাভাবিকভাবেই বাড়বে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে—অশান্তির কোনো আশঙ্কা নেই।”
সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিকল্পনাহীন নগরায়ণ ঝুঁকি বাড়াচ্ছে। তিনি বলেন, জলাশয় ভরাটের ফলে খোলা জায়গা কমে গেছে, ফলে দুর্যোগের সময় মানুষের নিরাপদ আশ্রয় সংকট দেখা দিচ্ছে।তিনি সতর্ক করে বলেন, “বিল্ডিং কোড মানা ছাড়া শহরকে নিরাপদ রাখা যাবে না। রাজউককে এই বিষয়ে আরও সজাগ থাকতে হবে।”ভূমিকম্প পূর্বাভাস বিষয়ে তিনি জানান, দেশে এখনো আর্লি ওয়ার্নিং সিস্টেম নেই। অনেক দেশে ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে সংকেত দিতে সক্ষম অ্যাপ ব্যবহৃতবাংলাদেশেও এ ধরনের প্রযুক্তি চালুর বিষয়ে কাজ করা যেতে পারে বলে জানান তিনি।