• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

বিদ্যুৎ রক্ষণাবেক্ষণে মেঘনার সব গ্রামে দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকবে সোমবার

দিলীপ দাস, মেঘনা। / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি–৩ কর্তৃপক্ষ আগামী ২৪ নভেম্বর ২০২৫, সোমবার মেঘনা উপজেলার সব ইউনিয়নে দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মেঘনা সাব-জোনাল অফিস থেকে জানানো হয়, ওইদিন মেঘনা ৩৩/১১ কেভি ১০ এমভিএ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত সাব-জোনাল অফিসের আওতাধীন প্রতিটি গ্রামে বিদ্যুৎ থাকবে না।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো মেঘনা জোনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সময় সব ধরনের গ্রাহককে ধৈর্য ধারণ করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

মেঘনা সাব-জোনাল অফিসের দায়িত্বশীলরা জানান, নিরবচ্ছিন্ন ও ঝুঁকিমুক্ত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে প্রতিবছর উপকেন্দ্রে রক্ষণাবেক্ষণ কাজ করা হয়। এর অংশ হিসেবে নির্ধারিত তারিখে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পরীক্ষা, প্রয়োজনীয় মেরামত, লাইন চেকিং ও নিরাপত্তা যাচাই করা হবে।

বিদ্যুৎ বন্ধের ঘোষণায় স্থানীয় ব্যবসায়ী, শিল্পকারখানা ও সাধারণ গ্রাহকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দিনব্যাপী বিদ্যুৎ না থাকায় ভোগান্তির আশঙ্কা প্রকাশ করলেও, অধিকাংশ গ্রাহকই নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার স্বার্থে এ ধরনের রক্ষণাবেক্ষণকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।

কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সময় কিছুটা বাড়তেও পারে বলে জানানো হয়।

মেঘনা উপজেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রামে লোডশেডিং ও লাইন সমস্যার অভিযোগ উঠছিল। রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে এসব সমস্যা অনেকাংশে কমে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ উন্নয়ন ও গ্রাহক সেবার মান বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি–৩ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন