কুমিল্লার মেঘনা উপজেলা চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের শেষ প্রান্তে সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ২ টার দিকে এ চুরি সংঘটিত হয়েছে।
ঘটনার সময় আব্দুল জলিলের ছেলে এবং সৌদি প্রবাসী ফাহাদ ছুটিতে বাড়িতে ছিলেন। তিনি জানান, রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা তাঁর মা, ছোট ভাই এবং তাঁকে বেঁধে ফেলে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে দুটি চৌচালা টিনের ঘর তছনছ করে তারা ১০ হাজার টাকা নগদ অর্থ, সৌদি আরবের তিন হাজার রিয়াল, তিনটি মোবাইল ফোন, প্রায় চার ভরি স্বর্ণালংকার এবং সাড়ে পাঁচ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।