কুমিল্লার মেঘনায় মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইসলামিয়া জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারার লঙ্ঘনের দায়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মোঃ আল-আমিনের বিরুদ্ধে এই জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে অপচিকিৎসা ও অনিয়মের অভিযোগে শরিফুল ইসলাম পরিচালিত ‘মা ডেন্টাল কেয়ার’ প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানটি পরিচালনা করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইব্রাহিম খলিল। অভিযানে মেঘনা থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, “জনস্বার্থে এই ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।”