• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

মেঘনায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

বিপ্লব সিকদার / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

কুমিল্লার মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপন করা হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। প্রদর্শনীতে অংশ নেয় মোট ২৭টি স্টল।

দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল সড়ক র‍্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, ভ্রাম্যমাণ প্রচার–প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, স্কুল ফিডিং কর্মসূচি এবং টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তাদের মতবিনিময়।

বিকেলে প্রদর্শনী পরিদর্শন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বড় প্রাণী (গরু) ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করে স্টার্ক এগ্রো, ২য় সজীব লেদি ও ৩য় হক মিয়া। ছাগল-ভেড়া ক্যাটাগরিতে ১ম রমজান, ২য় বিউটি ও ৩য় বিউটি। পোষা প্রাণী ক্যাটাগরিতে ১ম এম এম আকাশ, ২য় ইকবাল হোসেন ও ৩য় ওমর ফারুক। হাঁস-মুরগি ক্যাটাগরিতে ১ম মাসুম, ২য় ইকবাল, ৩য় নজরুল। আর কবুতর ও সৌখিন পাখি ক্যাটাগরিতে ১ম কামরুল ইসলাম, ২য় আব্দুল করিম ও ৩য় দ্বীন মোহাম্মদ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মৌসুমী আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সফিকুল আলম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও এলাকার খামারিরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন