কুমিল্লার মেঘনার কাঠালিয়া নদীতে নৌ পুলিশের সক্রিয় অভিযানে চাঁদাবাজির সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার সকালে পাড়ারবন্ধ এলাকা সংলগ্ন নদীপথে এ অভিযান পরিচালনা করে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ি। ফাঁড়িটির ইনচার্জ পরিদর্শক আজমগীর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—পাড়ারবন্ধ এলাকার রাকিব হোসেন (২০) ও আব্দুল আজিজ (২৩)। নৌ পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি নদীপথে চলাচলকারী নৌযান ও মাঝিদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান চলাকালে তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে পুলিশ। এছাড়া চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি রামদা এবং দুইটি লোহার রড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তা।
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজমগীর হোসেন বলেন, “নদীপথে চাঁদাবাজি দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়রা জানায়, চাঁদাবাজির কারণে এ নদীপথে মাঝি-নাবিকরা প্রতিনিয়ত আতঙ্কগ্রস্ত থাকতেন। নৌ পুলিশের এ সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।