মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
মেঘনা উপজেলায় দিনদিন বাড়ছে শিয়ালের উপদ্রব। দিনে দুপুরেই লোকালয়ে ঘুরে বেড়ানো শিয়ালের দল এখন এলাকাবাসীর জন্য বড় ধরনের আতঙ্কে পরিণত হয়েছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই শিয়ালের দেখা মিলছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয়দের অভিযোগ, এসব শিয়াল কখনো ঘরোয়া আঙিনায় ঢুকে পড়ে গৃহপালিত মুরগি নিয়ে যাচ্ছে, আবার কখনো ক্ষেতের জমিতে ঢুকে বিভিন্ন ফসল নষ্ট করছে। কয়েকটি এলাকায় দুবছর আগে মানুষের ওপর আক্রমণের চেষ্টার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এতে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।
দিন দিন শিয়ালের এমন বাড়াবাড়ি আচরণে বাসিন্দারা আতঙ্কিত ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন,
“আগে শিয়াল রাতে বের হতো। এখন দিনের আলোতেও ঘুরে বেড়াচ্ছে। ছোট বাচ্চাদের বাইরে যেতে দিতে ভয় লাগে।”
স্থানীয় বাসিন্দারা এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি নিরাপদভাবে শিয়াল নিয়ন্ত্রণ ও ধরপাকড়ের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এলাকাবাসীর প্রত্যাশা—অতি দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।