নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) দেশের তিন জেলায় পৃথক তিনটি অভিযানে রাজস্ব ফাঁকি, চিকিৎসাসেবায় অনিয়ম ও পেনশন ফাইল আটকে ঘুষ দাবিসহ নানা অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে। প্রতিটি অভিযানের নথিপত্র সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।
সোনামসজিদে আমদানিতে শুল্ক ফাঁকি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দুদক রাজশাহী কার্যালয় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়—Imitation Jewellery আমদানিতে প্রতি কেজিতে সরকার নির্ধারিত ৫ মার্কিন ডলারের বদলে মাত্র ২ থেকে ৩ ডলার শুল্ক আরোপ করা হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে বলে দুদক টিম জানায়। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা হয়েছে।
বগুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দাপ্তরিক অনিয়মের অভিযোগে দুদকের আরেক টিম অভিযান চালায়।
পরিদর্শনে ডাক্তার–নার্সের ঘাটতি, উপস্থিতি খাতায় অনিয়ম ও সেবাদানে জটিলতার নানা চিত্র উঠে আসে। রোগীদের সঙ্গে কথা বলেও অসন্তোষজনক পরিস্থিতি নিশ্চিত হয়। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।
সুনামগঞ্জে পেনশন ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ তদন্ত
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগে সুনামগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসে অভিযান পরিচালনা করে দুদকের সিলেট কার্যালয়।
অভিযোগকারী সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়িচালকের পেনশন নথি, সেবা সংক্রান্ত পেমেন্ট ফাইলসহ অন্যান্য প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ করে টিম। নথি যাচাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।