মির্জাপুর ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র এবং সোনার চর দক্ষিণ পাড়ার কৃতি সন্তান মাকসুদুল আলম সাইমন বাংলাদেশ বিমান বাহিনীর কমিশন্ড অফিসার হিসেবে যোগদান করেছেন। তার এই অর্জনে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার নেমেছে।
সাইমন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের সোনার চর দক্ষিণ পাড়ার আবু সিদ্দিক ও ওসমান গনির ছোট বোন সালমার মেজ ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের কারণে এলাকায় তিনি পরিচিত ছিলেন একজন প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী হিসেবে।
পরিবারের পক্ষ থেকে সাইমনের এই অর্জনে আল্লাহ তাআলার প্রতি গভীর শুকরিয়া আদায় করা হয়েছে। তারা বলেছেন, “আল্লাহ আমাদের সন্তানকে এই সম্মানজনক পর্যায়ে পৌঁছানোর তৌফিক দিয়েছেন এর জন্য আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন এবং দেশের কল্যাণে কাজ করার শক্তি দিন।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সাইমনের সাফল্যকে এলাকার জন্য গৌরব বলে উল্লেখ করেছেন। তারা মনে করেন, সাইমনের মতো মেধাবী তরুণরা দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবার ও এলাকাবাসী সাইমনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দায়িত্বশীল কর্মজীবনের জন্য দোয়া কামনা করেছেন।