• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাই মেঘনাবাসীর জীবনযাপনে বিপর্যয় খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিম এভারকেয়ারে যোগ দিল হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মেঘনায় মেম্বারের খোয়ার থেকে ৫ গরু চুরি! তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হলেন রাজু আহমেদ কাঠালিয়া নদীতে নৌ পুলিশের অভিযান পাড়ারবন্ধ এলাকা থেকে দুই চাঁদাবাজ আটক গ্রামীণ জনগোষ্ঠীকে শোষণের হাত থেকে রক্ষা করতে হবে প্রাথমিক শিক্ষকরা আবার বিক্ষোভে: বার্ষিক পরীক্ষা স্থগিত রাজস্ব ফাঁকি, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও পেনশন হয়রানির প্রমাণ পেয়েছে দুদক প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিম এভারকেয়ারে যোগ দিল

বিপ্লব সিকদার / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছে। বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারা সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার হালনাগাদ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। পরে হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে বৈঠকে চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞরা খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক পরিকল্পনা, মূল্যায়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্বে রয়েছেন। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে তারা চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

বিএনপি নেতারা বলেন, বিদেশি বিশেষজ্ঞ দলের অংশগ্রহণে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন অগ্রগতি হবে বলে তারা আশাবাদী।

প্রধান চিকিৎসক ড. রিচার্ড বিলি বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান। এর আগে, গত ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে পরে তাকে ভর্তি করা হয়।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতা নিয়ে চিকিৎসাধীন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন