• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

তিন জেলায় অভিযান পরিচালনা করেছে দুদক

বিপ্লব সিকদার / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) তিনটি পৃথক অভিযোগে গোপালগঞ্জ, মেহেরপুর ও কিশোরগঞ্জ জেলায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযোগের সত্যতা যাচাই, রেকর্ড সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণের মাধ্যমে প্রতিটি অভিযানে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে দুদক সূত্র জানিয়েছে।

দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম টুঙ্গীপাড়া উপজেলায় এলজিইডি’র বিভিন্ন প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করে। অভিযোগ ছিল—২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবছরের নেওয়া বেশিরভাগ প্রকল্পের কাজ অসম্পন্ন রেখেও বিল উত্তোলন করা হয়েছে। অভিযানে দেখা যায়, মেয়াদ দীর্ঘদিন আগে শেষ হলেও অধিকাংশ প্রকল্পের কাজ এখনো সম্পন্ন হয়নি। এ বিষয়ে দায়িত্বশীলদের বক্তব্য নেয় এবং বিভিন্ন নথি সংগ্রহ করে টিম। সকল রেকর্ড বিশ্লেষণ শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।

একইদিন দ্বিতীয় দফায় মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ ব্যবহার করে শিক্ষক নিয়োগ, ভুয়া ছাত্র দেখিয়ে অতিরিক্ত শাখা খোলা ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার টিম অভিযান চালায়। প্রতিষ্ঠানসমূহে সরেজমিন পরিদর্শনে নিয়োগ–বাণিজ্য, বড় অংকের লেনদেন, জাল শিক্ষা বোর্ড অনুমোদনপত্র ব্যবহার এবং ভুয়া সনদে নিয়োগের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে কিছু প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সরাসরি যোগসাজশের ইঙ্গিত মিলেছে বলে জানা যায়। আরও নথি যাচাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদনসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

তৃতীয় অভিযান পরিচালিত হয় কিশোরগঞ্জ জেলায়, যেখানে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে বরাদ্দকৃত কম্বাইন্ড হারভেস্টার সঠিকভাবে বিতরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয় উপপরিচালকের কার্যালয় ও উপজেলা কৃষি অফিসে গিয়ে নথি সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালায়। রেকর্ডসমূহ যাচাই করে দ্রুতই কমিশনের কাছে পূর্ণাঙ্গ তদন্ত-প্রতিবেদন পাঠানো হবে বলে টিম জানায়।

দুদক বলেছে, গৃহীত পদক্ষেপগুলো দ্রুততার সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন