• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে প্রশাসনের মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার মেঘনা উপজেলায় প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ শাহে আলম, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের ক্ষতি ডেকে আনে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং তরুণ প্রজন্মকে এগিয়ে এনে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন ও আলোচনা সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভার শেষে সকলকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি নিতে অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন