দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট সোমবার (১০ ডিসেম্বর ২০২৫) তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে সারাদেশে তিনটি অভিযান পরিচালনা করেছে। টাঙ্গাইল, গাজীপুর ও গণপূর্ত অধিদপ্তরের পৃথক অনিয়ম–দুর্নীতির অভিযোগে পরিচালিত এসব অভিযানে একাধিক অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
টাঙ্গাইলে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ
টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে পৌর কর্তৃপক্ষ ও বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুদকের জেলা কার্যালয় একটি অভিযান পরিচালনা করে। গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে টিম অভিযোগ–সংশ্লিষ্ট নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। পর্যালোচনায় ভবন নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা মেলে। বিস্তারিত যাচাই শেষে টিম কমিশনে প্রতিবেদন দাখিল করবে।
গাজীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষেবা–বিভ্রাট ও অনিয়ম
স্বাস্থ্যসেবা প্রদানে নানামুখী অনিয়ম ও হয়রানির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক সমন্বিত জেলা কার্যালয় একটি অভিযান পরিচালনা করে। ছদ্মবেশে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে টিম বহিঃবিভাগ, সার্জারি, জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে।
অভিযানে ওয়ার্ড ও ওয়াশরুমে নোংরা পরিবেশ, ডায়েট চার্ট অনুযায়ী খাবারের ওজনে গরমিল, সাব–ঠিকাদারের মাধ্যমে বিধিবহির্ভূত খাবার সরবরাহ এবং ওষুধ স্টকে অনিয়ম ধরা পড়ে। রোগীরা নিয়মিত খাবার না পাওয়ার অভিযোগও জানায়। বাসাবাড়ি বরাদ্দ প্রক্রিয়াতেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দুদক টিম তাৎক্ষণিকভাবে সেবার মানোন্নয়ন, নিয়মিত খাবার সরবরাহ ও নজরদারি জোরদারের পরামর্শ দেয়। সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের জন্য কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।
গণপূর্ত অধিদপ্তরে ঘুস দাবির অভিযোগে অভিযান
উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতের বিল প্রদানে ঠিকাদারদের কাছে ঘুস দাবির অভিযোগে দুদক প্রধান কার্যালয় গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায়। ২০১৮–১৯ থেকে ২০২৩–২৪ অর্থবছর পর্যন্ত যে সকল ঠিকাদার কার্যাদেশ পেয়েছেন ও যার বিপরীতে বিল পরিশোধ হয়েছে—এসব রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। নথিপত্র যাচাই শেষে প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
দুদকের তিনটি অভিযানের লক্ষ্য ছিল সংশ্লিষ্ট সেক্টরে বিদ্যমান অনিয়ম চিহ্নিত করা ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ সুপারিশ করা। কমিশন বলছে, মাঠপর্যায়ের এসব নজরদারি দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।