• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

উপসচিব পর্যায়ের ১৮ কর্মকর্তার বদলি-পদায়ন

বিপ্লব সিকদার / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

জনপ্রশাসনে আবারও বড় রদবদল এনেছে সরকার। বিসিএস (প্রশাসন) ক্যাডারের উপসচিব পর্যায়ের ১৮ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক পদে ব্যাপক পুনর্বিন্যাস করা হয়েছে। একজনকে রেলওয়ে, একজনকে ওয়াক্‌ফ প্রশাসন এবং কয়েকজনকে অন্যান্য সংস্থায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

মো. রিয়াজ উদ্দিন, যিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক পদ থেকে ঠাকুরগাঁওয়ে বদলি হয়েছেন।

মিজ খাতুনে জান্নাতকে স্থানীয় সরকার মেহেরপুরে উপপরিচালক করা হয়েছে।

মোছাঃ শাহানাজ পারভীনকে পদায়ন করা হয়েছে পাবনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক হিসেবে।

মো: নবীনেওয়াজকে পাঠানো হয়েছে ফেনী জেলায়।

জনাব দীনেশ সরকার এর নতুন কর্মস্থান বরিশাল।

মো: আশ্রাফুল ইসলামকে গোপালগঞ্জে, মোছা: শাহনাজ বেগমকে পিরোজপুরে এবং মিজ সাজিয়া তাহেরকে চট্টগ্রামে উপপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের সিই/পূর্ব, চট্টগ্রামের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিমকে বদলি করে বান্দরবান পার্বত্য জেলায় পাঠানো হয়েছে।

এদিকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ ওয়াকফ প্রশাসক মো: মেহেদী হাসানকে রংপুরে, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলামকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক, আর পরিকল্পনা বিভাগের উপপ্রধান মিজ মোছা নাসরীন পারভীনকে দিনাজপুরে উপপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা রুবেল মাহমুদকে পাঠানো হয়েছে মৌলভীবাজারে। বাংলাদেশ শিশু একাডেমির উপপরিচালক মিজ শিউলি রহমান তিন্নীকে নরসিংদীতে, আর আইএমইডির উপপরিচালক মাহফুজুল আলম মাসুমকে টাঙ্গাইলে উপপরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোছাঃ জেসমিন আকতার বানুকে নাটোরে, পরিকল্পনা কমিশনের উপপ্রধান মিজু জয়া মারীয়া পেরেরাকে মানিকগঞ্জে, আর সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো: আশিক নূরকে ময়মনসিংহ জেলা প্রশাসনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্ণিত কর্মকর্তারা ১৪ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে একই দিন অপরাহ্ণে তাঁদের বর্তমান কর্মস্থল থেকেই ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।

গত ৮ ডিসেম্বরের পূর্ববর্তী প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে নতুন এ আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন