• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে শান্ত দাস নিহত হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের কুমিল্লা–১: বিএনপি নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার আহবান কঠোর নির্বাচনী আচরণবিধি জারি করল নির্বাচন কমিশন আধার রাতে হোমনায় ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ ৩০০ আসনের নতুন সীমানায় কুমিল্লার আসন অপরিবর্তিত ঢাকা -৫ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে উপদেষ্টা হলেন ড. মাহবুবুর রহমান মোল্লা নির্বাচন ও গণভোট পরিচালনায় ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ কুমিল্লার ১১ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, দায়িত্ব বণ্টন সম্পন্ন একইদিনে ভোট-গণভোটের তফসিল ঘোষণা ড.খন্দকার মোশাররফের উন্নয়নেই বদলে যায় দাউদকান্দি-মেঘনা -তিতাস

একইদিনে ভোট-গণভোটের তফসিল ঘোষণা

বিপ্লব সিকদার / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতার ও সব বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়।

সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ইতিহাসে প্রথমবারের মতো একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো এবং গণভোটের ব্যালটের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি।

গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে ইসি। ভোটার তালিকা, ব্যালট প্রস্তুতি, রং নির্ধারণ, মক ভোটিং, গণনা পদ্ধতিসহ সব আয়োজন সম্পর্কে অবহিত করলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে আপিল বিভাগের রায়ে ‘অবৈধ’ ঘোষিত বাগেরহাটের আসন পুনর্বিন্যাস বাতিল করে কমিশন আগের চারটি আসনই বহাল রেখেছে। একইভাবে গাজীপুরের পাঁচটি আসনও পুনর্বহাল করে ৩০০ আসনের গেজেট জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তাদের নিয়েই প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন