কাবিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে কুমিল্লার মেঘনা উপজেলায় স্কাউটিং বিষয়ক ৭১০তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কোর্সের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট লিডার ও স্কাউট কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কোর্সে স্কাউটিংয়ের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা, মানবিক ও নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি পরিচালনা করে বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ স্কাউটস, মেঘনা উপজেলা শাখা। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দক্ষ ও আদর্শবান স্কাউট নেতা তৈরিতে সহায়ক।
কোর্সের তত্ত্বাবধানে থাকা মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বলেন, ২৯ জানুয়ারি ২০২৫ সালে উপজেলা স্কাউট কমিটি গঠনের পর থেকে মেঘনায় স্কাউটিং কার্যক্রম নতুন গতি পেয়েছে। ইতোমধ্যে ডে-ক্যাম্প, বিপি দিবস পালন, উপজেলা স্কাউট সমাবেশসহ একাধিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনের মতো উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
স্কাউটিং বিষয়ক ৭১০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস মেঘনা উপজেলা শাখার সভাপতি মৌসুমী আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস মেঘনা উপজেলা শাখার সহসভাপতি গাজী মোঃ আনোয়ার হোসেন।
এ সময় বাংলাদেশ স্কাউটসের কমিশনার ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, কোর্স লিডার মোঃ আখতারুজ্জামান, আমেনুর আক্তার জাহান, রফিকুল ইসলাম ভূঁইয়া, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট লিডার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।