আসছে তারেক রহমান—
জনতার কণ্ঠে স্বস্তির গান।
স্বরযন্ত্রের হাসফাঁস ভেঙে
ধূলিসাৎ হবে সব অনাচার-অভিমান।
বর্ণচোর, মুখোশধারী
উন্মোচিত হবে অচিরেই,
জনগণের দুশমনেরা
দিশেহারা হবে নির্দ্বিধায়।
তারেক রহমান আসছে—
জনতা আনন্দে ভাসছে।
দুষ্ট শাবকদের কালো হাত
চুরমার হবে জনতার চপেটাঘাতে।
তারেক রহমান আসছে—
বাংলাদেশ আনন্দে ভাসছে।