• বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিপ্লব সিকদার / ৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার মেঘনা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন, যুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ জোরদার করা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার, চুরি ও ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা থেকে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন