• মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় আগামীকাল ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার নির্দেশ

বিপ্লব সিকদার / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির চেয়াপারসন, আপোষহীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার নির্দেশ প্রদান করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (৩০ডিসেম্বর) উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজারকে এ নির্দেশনা প্রদান করেছেন। একই সাথে ৩ দিনের  রাষ্ট্রীয় শোক কর্মসূচির  সকল বিদ্যালয়, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ সকল নির্দেশনা পালনের নির্দেশ প্রদান করেছেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন, যুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা। সভায় উপস্থিত সকলে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে বিশেষ  দোয়া করেন।দোয়া পরিচালনা করেন আব্বাস উদ্দিন কমান্ডার।  উল্লেখ্য আজ ভোর ৬ টায় সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন