• বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের শোক

বিপ্লব সিকদার / ২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এডহক কমিটি–২০২৫-এর পক্ষ থেকে এক শোকবার্তায় এ গভীর শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয়, দেশ ও গণতন্ত্রের সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সাহসী ও আপোষহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।শোকবার্তায় আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন—এই দোয়া করা হয়।শোকবার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এডহক কমিটি–২০২৫-এর সভাপতি পুলিশ পরিদর্শক (নিঃ) মোজাম্মেল হক মামুন এবং সাধারণ সম্পাদক পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন