কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আফজাল হোসেন (২৮) ও শিকিরগাঁও গ্রামের রুনা আক্তার (৩০)।মেঘনা থানা সূত্র জানায়, অভিযানে নেতৃত্ব দেন মেঘনা সেনা ক্যাম্পের কমান্ডার। অভিযানকালে তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি বাটন ফোন এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।পরে গ্রেপ্তারদের জব্দকৃত মালামালসহ মেঘনা থানায় হস্তান্তর করা হয়েছে।