কুমিল্লার মেঘনা উপজেলার সেনা ক্যাম্পে উপজেলার সংবাদকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার সেনা ক্যাম্পের কমান্ডার। তিনি বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো সংবাদকর্মীদের সঙ্গে পারস্পরিক পরিচিতি ও বোঝাপড়া বৃদ্ধি করা এবং মেঘনা উপজেলার শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে গণমাধ্যম একটি অত্যন্ত শক্তিশালী ও দায়িত্বশীল মাধ্যম হিসেবে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি প্রতিরোধ এবং সত্য তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সংবাদকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, সেনাবাহিনী ও গণমাধ্যমের এই পারস্পরিক সম্পর্ক মেঘনা উপজেলার স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মেঘনা উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভোরের কাগজের ইব্রাহিম মোল্লা, কালের কণ্ঠের নাইমুল ইসলাম শহিদ, ভোরের সূর্যোদয়ের মোঃ মহসিন ভূঁইয়া, নয়া দিগন্তের নাজমুল হোসেন, ঐশী বাংলার মোঃ নাজিম উদ্দিন, দৈনিক কালবেলার মোঃ আলাউদ্দিন, বিজয় টেলিভিশনের জাহাঙ্গীর আলম, দৈনিক মানবজমিনের মুহাম্মদ শহিদুজ্জামান রনি, দৈনিক দেশ রূপান্তর এর হাসান মাহমুদ মুক্তি, শীর্ষ নিউজের মোঃ আবু রায়হান, দৈনিক গণকণ্ঠের তানিয়া আক্তার, দৈনিক বনফুলের দিলীপ দাসসহ বিভিন্ন গণমাধ্যমের অন্যান্য সদস্যবৃন্দ।