কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)-এর ইনস্ট্রাক্টর নাসরিন জাহান পপি। অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়মিত তদারকির অংশ হিসেবে শ্রেণি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণির পাঠদান, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শিক্ষক-শিক্ষার্থী পারস্পরিক যোগাযোগের বিষয়গুলো ঘনিষ্ঠভাবে লক্ষ্য করেন তিনি। শ্রেণি পাঠ পর্যবেক্ষণ শেষে শিক্ষার সার্বিক মান আরও উন্নত করার লক্ষ্যে পাঠ পরিকল্পনা, শ্রেণি ব্যবস্থাপনা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।