ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে তিতাস আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর ইটভাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার জন্য তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত মালামালের বিবরণ:
একটি পিস্তল
পিস্তলের ২ রাউন্ড গুলি
একটি সুইস গিয়ার
২৩ পিস ইয়াবা ট্যাবলেট
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।