কুমিল্লা -১ (দাউদকান্দি -মেঘনা) – কুমিল্লা -২ (হোমনা -তিতাস) সংসদীয় আসন বহাল রয়েছে। উচ্চ আদালত সূত্রে জানা যায় কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানা অনুযায়ীই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন। এর আগে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট।আপিল বিভাগের আদেশে হাইকোর্টের সেই রায় স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সীমানাই কার্যকর থাকছে। ফলে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন গঠিত হবে এবং ওই সীমানা অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে।