• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন: বিএনপির কৌশলগত সিদ্ধান্ত কী ইঙ্গিত দিচ্ছে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ মনোনয়ন বানিজ্যের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও এমপি’র বিরুদ্ধে মামলা মেঘনায় মাদকবিরোধী শ্লোগানের আড়ালে সক্রিয় নেটওয়ার্ক শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিবিরের ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে এনসিপি রাখাল রাজা জিয়াউর রহমানকে নিভৃতে লালন করে সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

ডেস্ক রিপোর্ট / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব র‍্যাব-৭–এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন ল্যান্স নায়েক ইমাম উদ্দিন, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত।
র‍্যাব সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজন সন্ত্রাসীকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা। অভিযান শেষে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ডিএডি মো. মোতালেবসহ চারজন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে মো. মোতালেব মারা যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র‍্যাব ও সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন