কুমিল্লার মেঘনা উপজেলায় সাব-রেজিস্ট্রারের কার্যালয় নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) থেকে অস্থায়ী ভাবে নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্বে মানিকারচর ইউনিয়নের উত্তর বাউশিয়া এলাকায় অবস্থিত কার্যালয়টি এখন মেঘনা উপজেলা পরিষদ ও মেঘনা থানার নিকটবর্তী মেঘনা বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা প্লাজায় স্থানান্তর করা হয়েছে। অদ্য তারিখ থেকেই নতুন কার্যালয়ে নিয়মিত দলিল রেজিস্ট্রেশনসহ সকল দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ বিষয়ে দলিল লেখক সমিতি সূত্রে জানানো হয়েছে, কার্যালয় স্থানান্তরের ফলে সাধারণ জনগণ ও সেবা প্রত্যাশীদের জন্য যোগাযোগ ও যাতায়াত আরও সহজ হবে। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সাব-রেজিস্ট্রার মেঘনা, কুমিল্লা এক বিজ্ঞপ্তিতে দাপ্তরিক প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে নতুন কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।