ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে মানিকারচর ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ হলরুমে।
মেঘনা উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা সভায় সভাপতিত্ব করেন। এ সময় মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত নারী অংশগ্রহণ করেন। সভায় নারীদের ভোটের গুরুত্ব, অংশগ্রহণ বাড়ানোর উপায় ও দায়িত্বশীল ভোটদান বিষয়ক সচেতনতা তৈরি করা হয়।
খাদিজা আক্তার মুক্তা বলেন, “নারীদের ভোটাধিকারে সক্রিয় অংশগ্রহণ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। প্রত্যেক নারীকে ভোট কেন্দ্রে গিয়ে তাদের অধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হলো।”