কুমিল্লার মেঘনা উপজেলায় কাশিপুর ঘাট এলাকা থেকে এক চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করেছে মেঘনা আর্মি ক্যাম্প। গতকাল বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীর নাম মোহাম্মদ নাজির মিয়া (৩৫)। তিনি মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের বাসিন্দা। মেঘনা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এলাকায় টহল চলাকালে স্থানীয়দের খোঁজখবর নেওয়ার সময় নাজির মিয়ার চাঁদাবাজির তথ্য পাওয়া যায়। পরে কাশিপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটনফোন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকের পর সন্ত্রাসী নাজির মিয়াসহ উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেঘনা থানায় হস্তান্তর করা হয়েছে।