২৫ অক্টোবর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
রাজধানীর গুলশানের ডিপ্লোমেটিক ওয়্যার হাউজে অবৈধ মাদকের সন্ধানে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে গুলশানে ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজটিতে অভিযান শুরু করে র্যাব।
অভিযানে অংশ র্যাবের সদস্যরা জানায়, ওয়্যার হাউজটিতে বিপুল পরিমান বিদেশি মদ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।