May 7, 2025, 1:37 pm

কাল প্রধানমন্ত্রীকে জাবি ভিসির দুর্নীতির প্রমাণ দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক : উপেক্ষা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের দু’র্নীতি’র অভিযোগে অপসারণ দাবিতে কনসার্ট করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে এই প্রতিবাদী কনসার্ট করা হয়।

কনসার্ট থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করে আন্দোলনকারীরা। সকাল এগারোটার পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান এবং প্রতিবাদী পটচিত্র অংকন এবং পুরো ক্যাম্পাসে প্রদর্শনীর নতুন কর্মসূচি ঘোষণা করেন দর্শন বিভাগের ও মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।

এসময় তিনি বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে তথ্য-প্রমাণ জমা দেওয়া হবে। আমাদের কাছে যে প্রমাণগুলো আছে তাতে করে অধ্যাপক ফারজানা ইসলাম আর কোনোভাবেই তার পদে থাকতে পারেন না।’

এর আগে, আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা’মলার পর আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যায় প্রশাসন। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবাসিক হল বন্ধ ও ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। তবে এসব উপেক্ষা করেই প্রতিবাদী কনসার্ট করেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা