২০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে থাকা বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে সঙ্গে বৈঠকে বসবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২০ নভেম্বর) রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৈঠকে যোগ দিতে বাইরে থাকা সংগঠনের নেতারা ঢাকায় আসছেন।
নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ ৯ দফা দাবিতে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
নতুন সড়ক পরিবহন আইনের জরিমানার বিধান ও দণ্ডসহ কিছু ধারার সংশোধন চান তারা। এজন্য সড়ক-মহাসড়ক অচল করে দিয়েছে শ্রমিকরা। বিভিন্ন মহাসড়কে গাড়ি চলাচল বিঘ্নিত করেছে তারা। এতে জিম্মি যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
ট্রাক-কাভার্ডভ্যান না চলায় বন্ধ পণ্য পরিবহনও।
জাগরণ
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।