১৫ এপ্রিল ২০২০,বিন্দুবাংলা টিভি.কম, এম ডি ওসমান :
করােনা ভাইরাস সংক্রমণ প্রতিরােধকল্পে মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযানে পরিচালনা করে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা
পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু’র নেতৃত্বে অভিযান চালানাে হয়।
এসময় ভ্রামামান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট
করােনা ভাইরাস সংক্রমণে সরকারের নির্দেশনা অমান্য করার দায়ে বিভিন্ন অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, এবং দোকানপাঠ ও রাস্তায় জনসমাগম না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব শ্রেণী পেশার মানুষজনকে উদ্বুদ্ধকরণ করা হয়। তাছাড়া প্রয়ােজন ছাড়া সকলকে ঘরের বাইরে বের না হতে বলা হয় এবং মাঠে ছেলেদের একসাথে খেলতে নিষেধ করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।