July 15, 2025, 7:55 am
সর্বশেষ:
মেঘনায় মাদক সহ চার ব্যক্তি গ্রেপ্তার জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক শহিদ আজাদ উপহারটা তার জন্য ছিল না দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি

ফুলবাড়ীতে কর্মহীনদের খাদ্য সামগ্রী উপহার

১৯এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার টিএম হেলথ কেয়ার এণ্ড ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টার উদ্যোগে এবং বেস্টটাওয়ার ফাউণ্ডেশন (ইউএসএ) ও ওল্ড রাজশাহী ক্যাডেট্স অ্যাসোসিয়েশনের (ওআরসিএ) যৌথ সহযোগিতায় সম্পূর্ণ সামাজিক দুরত্ব বজায় রেখে ও সুশৃঙ্খল ভাবে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় টিএম হেলথ কেয়ার এণ্ড ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টার চত্বরে আনুষ্ঠানিকভাবে ১০০ জন দুস্থ ও অসহায়ের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, প্রশাসনিক পরিচালক গ্রীণ ল্যান্ড মাডেল স্কুলের পরিচালক প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ,ম্যানেজার সোহাগ আলী, ব্যবস্থাপক মোকলেছার রহমানসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা। টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা খান কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু বলেন,মহামারি করোনা ভাইরাসের কারনে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। তাদের রোজগার না থাকায় ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের খাদ্য চাহিদা মেটাতেই ১ হাজার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ত্রাণ বিতরণ অব্যহত থাকবে। আমি সমাজের সকল বিত্ববান মানুষকে নিন্ম আয়ের পাশাপাশি মধ্যবিত্ত্ব মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা