২২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার / মহসীন ভুইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় কাঠালিয়া নদীতে ভেসে আসা অজ্ঞাত লাশের সন্ধানে মেঘনা থানা পুলিশ। জানালেন মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ। তিনি বলেন মেঘনা থানার এস আই আঃ সাত্তার কে খবর পেয়ে পাঠাই ততক্ষণে লাশ পাওয়া যায়নি এমনকি আজ সকালে ও খোঁজ নেওয়া হয়েছে আমরা দেখিনি, গতকাল প্রচন্ড বাতাস ছিলো যদি ভেসে বা ডুবে না যায় আশপাশে কোথাও থাকতে পারে আমরা নদীতে যারা পুলিশ ডিউটি করে তাদের বলে রেখেছি খোঁজ নিতে পেলে উদ্ধার করবো। উল্লেখ্য গত কাল কাঠালিয়া নদীতে পাড়ার বন্ধ গ্রাম সংলগ্ন এলাকায় কচুরিপানায় আবৃত লাশ ভাসছে শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।