১২ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ গজারিয়ায় নদী ভাঙ্গা রোধে ২ কি.মি বাঁধ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আজ বুধবার সকাল গজারিয়ায় মেঘনা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে যান পানি সম্পদ উপমন্ত্রী মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। হোসেন্দীর ইসমানির চর এলাকায় নদী ভাঙ্গন কবলিত ৩০ পরিবারকে খাদ্য সহায়তা প্রধান কালে এই কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ এড. মৃণাল কান্তি দাস, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সীগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, গজারিয়ায় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদীসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং আওয়ামিলীগ এর নেতাকর্মীরা। এর পর উপমন্ত্রী মন্ত্রী গজারিয়া ভূমি অফিস সংলগ্ন সংক্ষিপ্ত পথ সভা যোগদান করেন এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি অংশ হিসেবে একটি চারা গাছ রোপণ করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।