September 17, 2025, 7:21 pm
সর্বশেষ:
মুহূর্তের কবিতা : শাহীন রেজা কুয়েতে প্রবাসী ইলিয়াস মিয়ার মর্মান্তিক মৃত্যু: রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার তিনটি দপ্তরে দুদকের অভিযান মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে

না.গঞ্জে বাড়ি ভাড়াকে কেন্দ্র করে ধস্তাধস্তি, ভাড়াটিয়ার মৃত্যু

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় বকেয়া বাড়ি ভাড়া আদায়কে কেন্দ্র করে বাড়িওয়ালার পরিবারের লোকজনের সাথে ধস্তাধস্তির ঘটনায় মেহেদি হাসান নামে ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনার পর থেকে বাড়িওয়ালা রানা মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

স্বজনরা জানান, নিহত মেহেদি হাসানের ছেলে আলামিনের কাছ থেকে বাড়িওয়ালা রানা মিয়া গত মাসের বকেয়া ১৫শ’ টাকা ঘরভাড়া পান। বৃহস্পতিবার রাতে বাড়িওয়ালা রানা মিয়া আলামিনকে ডেকে নিয়ে বকেয়া ঘরভাড়া চাইলে দুইজনের মধ্যে বারবিতনণ্ডা হয়। এক পর্যায়ে বাড়িওয়ালা রানাসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা আলামিনকে মারধর করতে থাকলে বাবা মেহেদি হাসান গিয়ে ছেলেকে রক্ষার চেষ্টা করেন।

এ সময় তার সাথেও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রানা মিয়া মেহেদি হাসানকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী বলেন, বাড়িওয়ালা আমার ছেলের কাছে গত মাসের দেড় হাজার টাকা ঘর ভাড়া পায়। এর জন্য বাড়িওয়ালা দুইদিন পর এসে চাপ দিচ্ছিল। পরে ছেলেকে ডেকে নিয়ে মারধর করলে আমার স্বামী ছেলেকে রক্ষা করতে যায়। পরে কি হইছে জানি না। শুনছি আমার স্বামীরে বাড়িওয়ালা রান মিয়া ধাক্কা দিছে পরে উনি পড়ে যান। এরপর হাসপাতালে নিছে পড়ে ডাক্তার কইছে জীবিত নাই।

স্বামীর মৃত্যুর এ ঘটনায় বাড়িওয়ালার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা