May 1, 2024, 7:17 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

না.গঞ্জে বাড়ি ভাড়াকে কেন্দ্র করে ধস্তাধস্তি, ভাড়াটিয়ার মৃত্যু

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় বকেয়া বাড়ি ভাড়া আদায়কে কেন্দ্র করে বাড়িওয়ালার পরিবারের লোকজনের সাথে ধস্তাধস্তির ঘটনায় মেহেদি হাসান নামে ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনার পর থেকে বাড়িওয়ালা রানা মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

স্বজনরা জানান, নিহত মেহেদি হাসানের ছেলে আলামিনের কাছ থেকে বাড়িওয়ালা রানা মিয়া গত মাসের বকেয়া ১৫শ’ টাকা ঘরভাড়া পান। বৃহস্পতিবার রাতে বাড়িওয়ালা রানা মিয়া আলামিনকে ডেকে নিয়ে বকেয়া ঘরভাড়া চাইলে দুইজনের মধ্যে বারবিতনণ্ডা হয়। এক পর্যায়ে বাড়িওয়ালা রানাসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা আলামিনকে মারধর করতে থাকলে বাবা মেহেদি হাসান গিয়ে ছেলেকে রক্ষার চেষ্টা করেন।

এ সময় তার সাথেও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রানা মিয়া মেহেদি হাসানকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী বলেন, বাড়িওয়ালা আমার ছেলের কাছে গত মাসের দেড় হাজার টাকা ঘর ভাড়া পায়। এর জন্য বাড়িওয়ালা দুইদিন পর এসে চাপ দিচ্ছিল। পরে ছেলেকে ডেকে নিয়ে মারধর করলে আমার স্বামী ছেলেকে রক্ষা করতে যায়। পরে কি হইছে জানি না। শুনছি আমার স্বামীরে বাড়িওয়ালা রান মিয়া ধাক্কা দিছে পরে উনি পড়ে যান। এরপর হাসপাতালে নিছে পড়ে ডাক্তার কইছে জীবিত নাই।

স্বামীর মৃত্যুর এ ঘটনায় বাড়িওয়ালার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা