২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
‘ষান্ড কি আঁখ’ সিনেমাখ্যাত প্রযোজক নিধি পারমার হিরানান্দানি। চলতি বছর ফেব্রুয়ারিতে মা হয়েছেন তিনি। এই নির্মাতা জানিয়েছেন, করোনা মহামারির কারণে ভারতে লকডাউন চলার সময় ৪০ লিটার বুকের দুধ দান করেছেন তিনি। জিনিউজ এই তথ্য জানিয়েছে।
এক সাক্ষাৎকারে নিধি পারমার বলেন, ‘আমার সন্তানকে লালন পালনের পর বুঝতে পারি কিছু বুকের দুধ থেকেই যায়। ইন্টারনেটে পড়েছিলাম, যদি সঠিকভাবে রেফ্রিজেরাটেরে সংরক্ষণ করা হয় তাহলে বুকের দুধ তিন থেকে চার মাস রাখা যায়। ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি, এটি দিয়ে ফেস প্যাকও তৈরি করা যায়। আমার কিছু বন্ধু জানায়, তারা এটি দিয়ে শিশুকে গোসল করায় ও পায়ের স্ক্রাব হিসেবে ব্যবহার করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো অপচয় ছাড়া কিছুই নয়। এরপর কীভাবে বুকের দুধ দান করা যায় সেটি নিয়ে গবেষণা করতে থাকি।’
গত মে মাস পর্যন্ত ৪০ লিটার বুকের দুধ দান করেন নিধি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বান্দ্রার একটি হাসপাতালে আমার গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে জানান, আমি সুরিয়া হাসপাতালে বুকের দুধ দান করতে পারি। সেই সময় আমার ফ্রিজে ১৫০ মিলিলিটারের ২০ প্যাকেট দুধ ছিল। কিন্তু লকডাউনের সময় দান করা নিয়ে দুশ্চিন্তা ছিল। কারণ বাড়িতে আমারও সন্তান রয়েছে। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে আমার সংস্পর্শে আসা ছাড়াই দরজা থেকে সেগুলো সংগ্রহ করা হয়েছে। প্রথমবার দান করার পর বাড়িতে দুধ সংরক্ষণ এবং ১৫-২০ দিন পর হাসপাতালে দান করতাম।’
নিধি জানান, তার দান করা দুধ হাসপাতালের মিল্ক ব্যাংকে সংরক্ষণ করা হতো। অন্য মায়েদেরও বুকের দুধ দান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।