July 14, 2025, 2:57 am
সর্বশেষ:
দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন?

টি-টেয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিতর্কের অবসান। জাদেজার কনকাশন পরিবর্ত ব্যবহার করে ভারত ক্যানবেরায় বাড়তি সুবিধা নিয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছিলো। তবে বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতেই সেই বিতর্কে ইতি পড়লো বলা যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, মাথার চোটের জন্য বাকি টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা। তার পরিবর্ত হিসেবে শার্দুল ঠাকুরকে টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ইনিংসের শেষ ওভারে রবীন্দ্র জাদেজা মাথার বাঁ-দিকে চোট পেয়েছেন। বিরতিতে ড্রেসিং রুমে ডাক্তারি মূল্যায়নের পরেই চোটের গুরুত্ব অনুধাবন করা গিয়েছে। জাদেজা আপাতত পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার সকালে পুনরায় মূল্যায়নের পর প্রয়োজন হলে স্ক্যান করানো হবে। চলতি টি-টোয়েন্টি সিরিজে তিনি আর অংশ নেবেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সর্বভারতীয় সিনিয়র নির্বাচক মণ্ডলী শার্দুল ঠাকুরকে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকিয়ে দিয়েছে।

ক্যানবেরায় জাদেজার পরিবর্ত হিসেবে চাহাল মাঠে নামায় প্রশ্ন তোলেন মাইকেল ভন, টম মুডির মতো সাবেক ক্রিকেটাররা। তাদের দাবি, জাদেজার চোট গুরুতর হলে মাঠে কেন কোনো ডাক্তারকে দেখা গেলো না। জাদেজা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অন্তত এটা প্রমাণিত হয় যে, তার চোট অবহেলা করার মতো নয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা