May 3, 2024, 9:33 am
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

দেশের সব বিমানবন্দর থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশের সব বিমানবন্দর থেকে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।  বুধবার (২৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ‘মুজিববর্ষ’ উপলক্ষে  আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ‌্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার কাজ চলছে। ফেব্রুয়ারি থেকে কক্সবাজার বিমানবন্দরে  ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করা হবে। এরপর ধীরে ধীরে দেশের অন্যসব বিমানবন্দর থেকেও এই কার্যক্রম পরিচালিত হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের উন্নয়ন কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্নের পর দেশের বিমানবন্দরগুলো হবে যাত্রীদের জন্য আস্থা ও স্বস্তির জায়গা। যাত্রীদের সেবার মান উন্নয়নের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করছি। বিমানবন্দরের যাত্রীসেবার মান উন্নয়নের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক। মোট কাজের ১০ ভাগ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৩য় টার্মিনালের নির্মাণ কাজ সমাপ্তির পর এরসঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান প্রথম ও দ্বিতীয় টার্মিনাল সংস্কার করা হবে। এই  বিমানবন্দর হবে এই অঞ্চলের অন্যতম অত্যাধুনিক বিমানবন্দর।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা