May 3, 2024, 5:22 pm
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ফরিদপুরে করোনায় ৬ জনের মৃত্যু

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন। এ সময় নতুন করে আরো ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশ।

ফরিদপুর করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ছয়জন ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ফরিদপুরের এবং একজন রাজবাড়ীর বাসিন্দা। ফরিদপুরের পাঁচজনের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

এরা হলেন- নগরকান্দার কাইচাইল ইউনিয়নের আয়নাল কাজীর স্ত্রী জ্যোৎসা বেগম (৪৫), একই উপজেলার পুরাপাড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী শিরিয়া বেগম (৬৫), বোয়ালমারী উপজেলার আজিজ মোল্লার ছেলে আবুল হোসেন (৭০), ফরিদপুর শহরের ওয়ারলেসপাড়া মহল্লার ওমেদুর রহমানের ছেলে ফজলুর রহমান (৪৮), শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার কাশেম শেখের ছেলে আজিজুর শেখ (৪২) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সাত্তার মিয়ার ছেলে আক্তার (৩৫)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন করোনা শনাক্ত হয়ে ভর্তি হয়েছেন। শনিবার এ হাসপাতালে ১২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৪ জন আইসিইউতে এবং ১১৩ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, পুরোপুরি কঠোর লকডাউন ছাড়া দ্রুত অবনতিশীল পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এর জন্য সকলের সহযোগিতা, সদ্বিচ্ছা ও আন্তরিকতা প্রয়োজন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আগামী সোমবার সকাল ৬টা থেকে ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভা সাত দিনের লকডাউনের আওতায় আনা হবে। তবে লকডাউন কোন পর্যায়ের একং কোন মাত্রার হবে তা অবিলম্বে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা