July 26, 2025, 3:48 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

ইয়াবা সংগ্রহ করেন জামাই, বিক্রি করেন শ্বশুর

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে বাবা, দুই ছেলে ও মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের কোতোয়ালী থানার জামালখান বাই লেন এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- নগরের এনায়েত বাজারের বাটালী রোডের মৃত ইউছুফের ছেলে মো. জোবাইর (৫৫), তার দুই ছেলে মো. ফারেছ (২৬) ও মো. মালেক (২৪) এবং মেয়ের জামাই কক্সাবাজার জেলার টেকনাফ থানার জালিয়াপাড়ার মো. ইকবালের ছেলে নিয়াজ মোর্শেদ (২৮)।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, মেয়ে জামাইয়ের মাধ্যমে কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা আনে তারা। এরপর বাবা, দুই ছেলে ও মেয়ের জামাই মিলে বাসায় বসে ইয়াবাগুলো বিক্রি করের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে এক নম্বর আসামির বাবার কাছ থেকে ৭০০ পিস, দুই ছেলের কাছ থেকে এক হাজার পিস করে দুই হাজার পিস ও মেয়ের জামাইয়ের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ইয়াবা বিক্রির দুই লাখ টাকাও তাদের কাছে পাওয়া গেছে।

আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা