May 4, 2024, 9:46 pm
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

বাংলাদেশের কোনো নেতার সঙ্গে জিয়াউর রহমানের তুলনার সুযোগ নাই: আমীর খসরু

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিশ্বের গুটিকয়েক নেতার মধ্যে অন্যতম। তাই তাঁকে বাংলাদেশের কোনো নেতার সঙ্গে তুলনা করার দরকার নেই। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেছেন।

শুক্রবার (২ জুলাই) বিকেলে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি’ আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানের বন্দী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় আমীর খসরু মাহমুদ বলেন, ‘বাংলাদেশের কোনো নেতার সহিত (সঙ্গে) জিয়াউর রহমান সাহেবকে নেতার প্রতিযোগিতায় আনার কোনো প্রয়োজন নাই। বিশ্বের যে কয়েকজন গুটিকয়েক নেতা আছেন, যারা একটি দেশে বিদ্রোহ করেছেন স্বাধীনতার জন্য, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। পরবর্তীতে দেশের রাজনীতিতে এসে রাজনীতিবিদ হয়েছেন, স্টেটসম্যান হয়েছেন, জেনারেল ছিলেন, বড় সংস্কারক হয়েছেন। দেশকে একটা জাতীয় সত্তা দিয়েছেন। এই ক্যাটাগরিতে বিশ্বে মাত্র গুটিকয়েক নেতা আছেন। তার মধ্যে জিয়াউর রহমান একজন নেতা। তাঁকে বাংলাদেশের নেতার প্রতিযোগিতায় আনার সুযোগ নাই। সেইভাবেই উনাকে প্রজেক্ট করতে হবে।’

খসরু আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে আলোচনা হলে বিএনপিই সবচেয়ে লাভবান হবে। তবে বিএনপি কখনই মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেনি। বাংলাদেশে একটি দল আছে, যারা আজকে অনৈতিকভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসে আছে। তারাই মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা