July 25, 2025, 3:39 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

হাতে ক্যানোলা দেখে নিলো না কোনো গাড়ি, রাস্তায় যুবকের মৃত্যু

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নাটোর শহরের স্টেশন এলাকা থেকে মনিরুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) সকালে স্টেশন বাজার এলাকার একতা মোড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। তার বাড়ি জেলার গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, হাতে ক্যানোলা লাগানো এক যুবক সকালে বাজারের একটি দোকানে এসে নাস্তা করেন। এরপর তিনি রাস্তায় বের হয়ে একতা মোড়ে পৌঁছালে কাঁপতে শুরু করেন। তখন তিনি একটি অটোরিকশায় উঠার চেষ্টা করেন। কিন্তু চালক তাকে অটোরিকশায় তোলেননি। তার সঙ্গে কেউ না থাকায় এবং হাতে ক্যানোলা থাকার সঠিক কারণ বলতে না পারায় কোনো চালকই তাকে গাড়িতে তুলতে রাজি হননি। এভাবে কিছুক্ষণ কেটে যায়। পরে ওই যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অজ্ঞাত ওই যুবকের মরদেহ নিয়ে কী করবেন, তা ভেবে পাচ্ছিলেন না স্থানীয় লোকজন। অনেকে ফেসবুকে লাইভ করে মৃত ব্যক্তির ব্যাপারে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে তার স্ত্রী গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্ত্রী সূচনা জানান, তার স্বামী মনিরুল ইসলাম শুক্রবার দুপুরে প্রচণ্ড গ্যাস্ট্রিকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে শহরের মডেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে নার্সদের নিষেধ সত্ত্বেও তিনি হাঁটতে বের হন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মনিরুল গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে গ্যাস্ট্রিককের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার কানাইখালি এলাকার একটি বেসরকারি হাসপাতালে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভর্তি হন। আজ সকালে হাঁটতে বের হন। শহরের স্টেশন এলাকায় গিয়ে নাস্তা করে হাসপাতালে ফিরছিলেন। এ সময় রাস্তার ওপরে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা